ক’রো’নায় আ’ক্রা’ন্ত হলেন বলি’উড না’য়িকা ক্যা’টরি’না
প্রকাশিত : ৬ এপ্রিল ২০২১
ক’রো’নায় আ’ক্রা’ন্ত হলেন বলি’উড নায়ি’কা ক্যা’টরি’না কাই’ফও। বি-টাউনে গু’ঞ্জন উঠেছে, প্রেমিক ভিকির কাছ থেকেই সংক্র’মিত হয়েছেন ক্যাট! নিজের ইনস্টা’গ্রাম স্টো’রিতে কো’ভিড পজি’টিভ হওয়ার কথা জানিয়েছেন খোদ ক্যাট’রিনাই। লেখেন, ‘এইমাত্র জানতে পারলাম আমি কোভিড পজি’টিভ। মুহূ’র্তের মধ্যে নিজেকে আই’সো’লেটেড করে ফেলেছি। চিকি’ৎসকের পরা’মর্শ ও সব নিয়’মবিধি মেনে আপা’তত হোম কোয়া’রেন্টা’ইনে আছি।’
পাশাপাশি সম্প্র’তি যারা তার সং’স্প’র্শে এসেছেন তাদেরও টে’স্ট করা’সহ সাবধা’নে থাকতে বলেছেন ক্যাট। চেয়েছেন ভক্ত’দের কাছে ভালোবা’সাও। আমির, আলিয়া থেকে শুরু করে ভূমি, গোবি’ন্দসহ বলি’উডের এক’ঝাঁ’ক তারকা কো’ভিড-১৯ পজি’টিভ। যার বড় ধা’ক্কা’টা লেগেছিল বচ্চ’ন পরিবা’রের সংক্র’মণের মধ্য দিয়ে।
সূত্র: হিন্দু’স্তান টাই’মস