উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বড় সুখবর!

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২১

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২০২১ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি চলছে। লকডাউনের সময়েও তথ্য অন্তর্ভুক্তি চলবে৷ লকডাউনের কারণে তথ্য এইচএসপি এমআইএস সার্ভারে অন্তর্ভুক্তি স্থগিত করার কোন পরিকল্পনা নেই বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির কর্মকর্তারা।

দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এক কর্মকর্তা বলেন, উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তি চলবে। সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে জন সমাগম হওয়ার কোন সুযোগ নেই। এর আগে গত ৩ এপ্রিল উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইএস সার্ভারে অন্তর্ভুক্তি শুরু হয়। আগামী ২৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি চলবে।

একইসাথে এইচএসপি এমআইএস সার্ভারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রফাইল ফরম পূরণ করতে হবে। এদিকে দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে দুই সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :