২শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
প্রকাশিত : ২ এপ্রিল ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের কোতয়ালী থানাধীন আবাদ কচুয়া গ্রাম থেকে ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (২২) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার সময় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে যশোর জেলা গোয়েন্দা শাখার পুলিশ উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক সাব্বির রাজারহাট সিতারামপুর এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে।সবার আগে সব খবর কুয়াকাটা নিউজে।
যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন আবাদ কচুয়া গ্রামস্থ খাল কাটা পাড়ায় অভিযান চালিয়ে ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। আটক সাব্বিরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন।