সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু ১ হাজার ৪০০ কুইন্টাল লক্ষ্যমাত্রা
প্রকাশিত : ১ এপ্রিল ২০২১
শেখ সাইফুল ইসলাম কবির: সুন্দরবন মধু আহরণ মৌসুম প্রতি বছরের মতো বৃহস্পতিবার (১ এপ্রিল)শুরু ১ হাজার ৪০০ কুইন্টাল আহরণের নিয়ে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম। এ উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও মৌয়ালদের অনুমোদন দেয়া শুরু করেছে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ।
এরই মধ্যে মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে সুন্দরবনে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রায় পাঁচ হাজার মৌয়াল। বনে যাওয়ার পাস পারমিটের জন্য অপেক্ষা করছেন তারা।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সুন্দরবনে মধু আহরণের মৌসুম। এ জন্য বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভিন্ন রেঞ্জের স্টেশন অফিসগুলোতে ওই দিন থেকেই পাস-পারমিট দেয়া শুরু হবে।
এ বছর ১ হাজার ৪০০ কুইন্টাল মধু এবং ৪৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৯-২০ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৮০০ কুইন্টাল মধু এবং ৩০০ কুইন্টাল মোম। ওই বছর আহরণ করা হয়েছিল ১ হাজার ২২০ কুইন্টাল মধু ও ৩৬৬ কুইন্টাল মোম।
মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে খলিশা ফুলের মধু আসে। এর পর আসে গারণ ফুলের। শেষে আসে কেওড়া ও ছইলা ফুলের মধু। এই তিন প্রজাতির মধুর মধ্যে সবচেয়ে দামী হচ্ছে খলিশার মধু।
কিন্তু এ বছর এ অঞ্চলে কোনো বৃষ্টি হয়নি। আর বৃষ্টি না হওয়ায় ফুল শুকিয়ে ঝরে যায়, তাই মধু কম জমে। তাই এ বছর মধু কম হওয়ার আশঙ্কা করছেন তারা।