জেলেরা পাচ্ছে আপদকালীন খাদ্য সহায়তা

প্রকাশিত : ২৯ মার্চ ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন নদ-নদীসহ বঙ্গোপসাগরে জাটকা ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাই কর্মহীন জেলেদের দেয়া হচ্ছে আপদকালীন খাদ্য সহায়তা। সোমবার দিনভর উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদ মিলায়তন প্রায় ১২’শ ৬০ জন জেলের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা পল্লী দারিদ্র বিমচোন কর্মকর্তা সৈয়দ খালিদ আহম্মেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাষ্টারসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাষ্টার বলেন, এ ইউনিয়নে প্রায় ৩ হাজার বেশি জেলে রয়েছে। আর ১৮ ‘শ জেলে কার্ড করা হয়েছে। এ মধ্যে ১২’শ ৬০ জন জেলেকে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :