কালো রাতের স্বরণে ৫ মিনিট অন্ধকার ছিল কুয়াকাটা

প্রকাশিত : ২৭ মার্চ ২০২১

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: ঘড়ি কাটায় ঠিক রাত ৯ টা। হঠাৎ ৫ মিনিটের জন্য অন্ধকার হয়ে যায় সমুদ্র সৈকতসহ পর্যটন নগরী কুয়াকাটা। বৃহস্পতিবার ১৯৭১’র ভয়াল ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী ঘুমিয়ে থাকা নিরহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে গনহত্যা করে। গনহত্যা দিবসে সারা দেশের ন্যায় শহীদদের স্বরণে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরাও ৫মিনিট আলো নিভিয়ে শ্রদ্ধা জ্ঞাপণ করে। এসময় সুনশান নিরাবতার মধ্যদিয়ে আগত পর্যাটকসহ স্থানীয় হেটেল মোটেল ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃিত সংগঠন অংশগ্রহন করে।

এর আগে কুয়াকাটা বালু ভাস্কর্যের পাশে উন্মুক্ত মঞ্চের সামনে ভায়াল ২৫ মার্চ রাতের গনহত্যায় নিহত শহীদের স্মরনে মোমবাতি প্রজ্জলণ করা হয়। এছাড়া কুয়াকাটা তরুন ক্লাবের সামনে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের সদস্যরা। কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার’র অনুরোধ ক্রমে ব্যবসায়ীরা এমন উদ্যোগ নিয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

 

আপনার মতামত লিখুন :