ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবিতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০
প্রকাশিত : ৩ মার্চ ২০২০
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আন্ত:বিভাগ ক্রিকেট খেলায় দর্শন বিভাগের সঙ্গে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ম্যাচ চলছিল। এসময় দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জীবন মাস্টার্সের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন মাস্টার্সের এক শিক্ষার্থী জীবনের গায়ে হাত তোলেন বলে অভিযোগ।
বিভাগের শিক্ষকরা বিষয়টি সমাধান করে মাঠ থেকে শিক্ষার্থীদের নিয়ে আসেন। এরপর বিকেলে জীবন লোক প্রশাসন বিভাগে তার কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে ডিনস্ কমপ্লেক্সের পাশে দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও শেখ সাদীকে মারধর করেন। সাইফুল ও শেখ সাদীর সহপাঠীরা বিষয়টি জানতে পেরে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এসময় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে অবস্থানরত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মারধর থামাতে গেলে তারাও মারধরের শিকার হন। মারামারির এই ঘটনায় লোক প্রশাসন, দর্শন ও মার্কেটিং বিভাগের প্রায় ১০জন শিক্ষার্থী আহত হন।
তাদের মধ্যে গুরুতর আহত হন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ও শেখ সাদী। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, মারামারির বিষয়ে শুনে আমি ঘটনাস্থলে যাই। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসা করে নিতে বলা হয়েছে। এদিকে, মারামারির ঘটনায় দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা করা হয়েছে।