ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শার্শা-বেনাপোল ইউনিট

প্রকাশিত : ২৭ মার্চ ২০২১

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার ফুল নিবেদন করে তাদের স্মরণ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শার্শা-বেনাপোল ইউনিট।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় বেনাপোল কাগজপুকুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর জেলার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। অপর দিকে বৃহস্পতিবার ২৫শে মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শার্শা-বেনাপোল ইউনিট।

সকল কর্মসূচি শেষে ফারুক হোসেন উজ্জল বলেন, আজ আমাদের গৌরবের দিন।আমরা স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী করছি। আর ৫০ বছর পর এরকম আরেকটি জয়ন্তী করতে পারব কিনা জানি না। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শার্শা ও বেনাপোল ইউনিটের কামরুজ্জামান তরু, শরীফ আহমেদ, উসমান, জাহিদ হাসান,মিয়াদ আলী, আলাউদ্দিন, মিল্টন, লিটন, সাজিন, সিয়াম প্রমুখ।

আপনার মতামত লিখুন :