ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস
প্রকাশিত : ২৭ মার্চ ২০২১
ঝিনাইদহ ২৬ মার্চ: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হীরন এবং যুগ্ম সম্পাদক আবু সাইদ বিশ্বাস সহ ইউনিয়ন আ্ওয়ামীলীগের নেতাকর্মীরা।
সেখান থেকে শহীদ মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতি স্তম্ভের পাদদেশে গিয়ে জড়ো হন তারা। পরে শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হচ্ছে দিবসটি।