রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত : ৩ মার্চ ২০২০

নোয়াখালীতে শিবিরের হামলায় ও খুলনায় প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের দলীয় টেন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, মুজিববর্ষকে সামনে রেখে দেশে যখন চলছে বিভিন্ন প্রস্তুতি, ঠিক তখনি একাত্তরের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা বলে, অথচ তাদের কুপিয়ে হত্যা করছে মৌলবাদী জামায়াত-শিবির। আর কত রক্ত ঝরলে মৌলবাদীদের রাজনীতি বন্ধ হবে। যেখানেই জামাত-শিবিরের দেখা মিলবে সেখানেই দলগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে।

সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহসভাপতি কাজী লিংকন, হাবিবুল্লাহ নিক্সন, স্বরূপ সাহা সুপ্তসহ ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ওপর ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন প্রতিপক্ষের হামলায় খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নিহত হন।

আপনার মতামত লিখুন :