মিয়ানমারে কারাগার থেকে মুক্তি পেলেন ৬২৮ জন বিক্ষোভকারী
প্রকাশিত : ২৪ মার্চ ২০২১
গত মাসে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আটক ছয় শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে ১৫টি বাসে মুক্তিপ্রাপ্তদের দেখা গেছে। এদের অধিকাংশই তরুণ। এদের অনেকে বিক্ষোভের প্রতীক তিন আঙ্গুল দেখিয়েছেন। সরকারি সম্প্রচারমাধ্যমে মুক্তি পাওয়া ব্যক্তিদের সংখ্যা ৬২৮ বলে জানানো হয়েছে।
দ্য অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, গত পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর অন্তত দুই হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিল সামরিক জান্তা। আইনি পরামর্শক গ্রুপের এক সদস্য বলেন, ‘কাউকে বিক্ষোভের সময় বা রাতের অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল। আবার কিছু কেনাকেটা করতে বাড়ির বাইরে গিয়েছিলেন এমন ব্যক্তিরাও এদের মধ্যে রয়েছেন।’
এদিকে, বন্দিদের মুক্তি দেওয়া হলেও বুধবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কোনো দোকানপাট কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল না। নোবেল অং নামে এক অধিকার কর্মী বলেন, ‘ঘোরাঘুরি নেই, দোকান নেই, কাজ নেই। সব বন্ধ। কেবল এক দিনের জন্য।’ ইয়াঙ্গুনের মায়াঙ্গোন জেলার এক বাসিন্দা বলেন, ‘মাংস ও সবজি বিক্রেতাদের রাস্তায় দেখা যায়নি। কোনো গাড়ির শব্দ নেই, কেবল রয়েছে পাখির কিচিরমিচির।