এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
প্রকাশিত : ২৩ মার্চ ২০২১
এসএসসি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সোমবার (২২ মার্চ) কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। বোর্ড বলছে, কেন্দ্র সংক্রান্ত কোন আবেদন থাকলে আগামী ২৪ মার্চ বেলা ২টার মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।
জানা গেছে, ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর এসএসসির নির্বাচনী পরীক্ষা হবে না বলে জানিয়েছে ঢাকা বোর্ড।
জানা গেছে, করোনা মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ৬০ দিন ক্লাসের পর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩০মার্চ থেকে স্কুল খোলার কথা রয়েছে।