এবার ১৩০ কোটি অ্যাকা’উন্ট ব’ন্ধ করে দিল ফেস’বুক
প্রকাশিত : ২৩ মার্চ ২০২১
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেস’বুক গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট ১৩০ কোটি ফেক (ভুয়া) অ্যাকা’উন্ট বন্ধ করে দিয়েছে। সোমবার (২২ মার্চ) ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে গুজব বা যে কোনও ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন।
এক ব্লগ’পোস্টে ফেস’বুক জানিয়েছে, তারা স্বা’স্থ্য বিশেষ’জ্ঞদের পরা’মর্শ অনুসারে কোভিড-১৯ রোগ এবং ভ্যাক’সিন-সম্প’র্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভু’য়া তথ্য সম্বলিত পোস্টও সরিয়েছে। করোনা মহা’মা’রির মধ্যে ফেস’বুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভ্যাক’সিন-সম্প’র্কিত অসংখ্য ভু’য়া তথ্য ও ষড়’যন্ত্রত’ত্ত্ব ছড়িয়ে পড়তে দেখা গেছে।
এ ধরনের ভু’য়া তথ্যের প্রচার বন্ধে ফেস’বুকের মতো প্রযুক্তি প্ল্যাট’ফর্মগু’লো কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্য সং’ক্রা’ন্ত একটি সংস’দীয় কমিটি।
সূত্র: দ্যা টেলিগ্রাফ, হিন্দুস্থান টাইমস, এনডিটিভি