আজ সোমবার দিবাগত রাতে দেশে ফিরছেন সাকিব
প্রকাশিত : ২২ মার্চ ২০২১
কথার যুদ্ধে রীতিমতো টালমাটাল দেশের ক্রিকেট। যাকে ঘিরে এই আলোচনা সেই সাকিব আল হাসান উত্তেজনা তুঙ্গে থাকতেই দেশে ফিরছেন আজ সোমবার দিবাগত রাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব।
ওয়াসিম খান বলেন, ‘সাকিব আজ রাত দু্ইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছে।’ ঘনিষ্ঠ সূত্রের খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিশ্চিত করতেই তার এই দেশে ফেরা। ভারতের ফ্রাঞ্চাইজি লিগ শুরু হবে আগামী ৯ এপ্রিল। যেখানে তার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা। অবশ্য একটি ফেসবুক লাইভে বিসিবি পরিচালক আকরাম খানকে নিয়ে মন্তব্য করার পর সাকিবকে দেওয়া ছাড়পত্র পুনর্বিবেচনা করা হবে জানিয়েছে বিসিবি।