সাপাহারে করোনা প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত : ২১ মার্চ ২০২১
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা পুলিশ আয়োজিত এ কর্মসূচি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে জিরো পয়েন্ট হতে কোভিড-১৯ এর প্রার্দুভাব প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়বস্তু সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ একটি র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অারো অনেকে উপস্থিত ছিলেন।