এবার করো’না আ’ক্রা’ন্ত হলেন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীও

প্রকাশিত : ২১ মার্চ ২০২১

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। সন্ধ্যায় জানা যায় কেবল ইমরান খান একা নন, তার স্ত্রী বুশরা বিবিও করোনা আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই বাসায় আইসোলেশনে আছেন। প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয় থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (২০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

সন্ধ্যার আগে আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর মুখপাত্র সিনেটর ফয়সাল জাভেদ এক টুইট বার্তায় নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রীর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। গেল বৃহস্পতিবার ইমরান খান চীনের তৈরি শিনোভ্যাক টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তার দুদিনের মাথায় আক্রান্ত হলেন করোনায়।

 

আপনার মতামত লিখুন :