করো’নায় আ’ক্রা’ন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
প্রকাশিত : ২১ মার্চ ২০২১
টিকা নেওয়ার মাত্র দুই দিন পর করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০ মার্চ) ইমরার খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন। খবর ডনের।
গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান। এর আগের দিন টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। তবে তারা কোন ব্র্যান্ডের টিকা নিয়েছেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি। পাকিস্তানে টিকা প্রদানের হার অনেকটাই ধীর গতিতে এগুচ্ছে। পর্যাপ্ত টিকার পাওয়ার ব্যবস্থা করতে পারেনি তারা। চীনের সিনোফার্মের টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক টিকার প্রয়োগের অনুমোদন দিয়েছে পাকিস্তান।