পৈঁসাওতা খাল পূনঃ খনন ও অফিস ঘরের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধ
প্রকাশিত : ২১ মার্চ ২০২১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: কৃষি কাজে উন্নয়নে জলাবদ্ধতা নিস্কাশন ও আত্রাই –নাগর নদীর সঙ্গে নৌযান চলাচলে সুগম করতে নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লাল পাড়া –পৈঁসাওতা খাল পূনঃ খনন ও অফিস ঘরের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্থানীয় সরকার (এলজিইডি)’র উদ্যোগে খাল খনন ৪৮ লাখ ও ঘর নির্মান ২৩ লাখ টাকা বরাদ্ধকৃত অর্থে এ খাল পূনঃ নির্মান ঘর নির্মান করা হবে।
শনিবার (২০ মার্চ) দুপুরে স্থানীয় সরকার এলজিইডি আয়োজনে আত্রাই- রাণীনগর এলাকার সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহাদুরপুর গ্রামে লাল পাড়া পৈঁসাওতা এ খাল পূনঃ খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাকসুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) পারভেজ নেওয়াজ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাচ আলী, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা মেরই বিপ্লব, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,লালপাড়া –পৈঁসাওতা পাবসস লিঃ এর সভাপতি আবু তালেব , সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, আত্রাই জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেন্টু প্রমূখ।