এইচ.এম মনিরুজ্জামান ও আরিফুর রহমান কুদ্দুস শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক পেলেন
প্রকাশিত : ২০ মার্চ ২০২১
কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে ১৯ মার্চ ২০২১ শুক্রবার বিকাল ৫ টায়, শেরেবাংলা গবেষণা পরিষদ আয়োজিত “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন-উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পদক এবং স্মৃতিকথা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার দুই কৃতি সন্তান আন্তর্জাতিক-প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, অধ্যক্ষ কামরুল ইসলাম ,অধ্যক্ষ গোলাম ফারুক ,লায়ন মুজিবুর রহমান হাওলাদার, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন ইসা ,মহাসচিব আর কে রিপন সহ প্রমুখ দেশ বরন্য অতিথিবৃন্দ, গুণীজন সংবর্ধনা ও শেরেবাংলা পথকলি স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম মনিরুজ্জামান ও মহাসচিব আরিফুর রহমান কুদ্দুসকে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয় এবং নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলামের স্মৃতিকথা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।