গোগনগর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিব শতবর্ষেবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশিত : ২০ মার্চ ২০২১
মোঃ পন্ডিত হোসেন: সদরের গোগনগর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৯ মার্চ বিকালে গোগনগর সাবেক বাবুল মেম্বারের মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তান লাল সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাইমিনুল আহম্মেদ রাতুল সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আবু সাঈদ শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব ফজর আলী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার ভাই মরহুম নওশেদ আলী চেয়ারম্যানের অসমাপ্ত কাজ সমাপ্ত করব।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ সভাপতি, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগ।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোসেন সিদ্দিকী সাবেক কমান্ডার, নাঃগঞ্জ সদর থানা কমান্ড।বীর মুক্তিযোদ্ধা এস,এম মোসলেহ উদ্দিন সাবেক কমান্ডার, গোগনগর ইউনিয়ন কমান্ড।
বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন তপু সাবেক কমান্ডার,১৮ নং ওয়ার্ড নাসিক। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন সাবেক কমান্ডার, গোগনগর ইউনিয়ন কমান্ড। মোহাম্মদ উল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগ।আব্দুল মোতালেব ১নং ওয়ার্ডের মেম্বার গোগনগর ইউপি। নুর ইসলাম কলম সাধারণ সম্পাদক উওর মসিনাবন্দ বড় জামে মসজিদ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিরা যুবকগণ।অনুষ্ঠান পরিচালনায় করেন লাল সবুজ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ রহমানসহ অন্যান্য সদস্যগণ। সার্বিক তওাবধানে ছিলেন উওর মসিনাবন্দ ছাএ ও যুব সমাজ।শেষে সংগঠনের সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে।