দুই যুবকের পায়ের জুতা থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার
প্রকাশিত : ২০ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪.৫৪০ কেজি ওজনের ১৩টি স্বর্ণেরবার সহ আক্তার হোসেন মন্ডল (৩০) ও হোসেন মিজি (৩৭) নামে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২০ মার্চ) দুপুরে যশোর-মাগুড়া সহাসড়কের বাহাদুরপুর বাজার নামক স্থান থেকে বেনাপোলগামী ফেম পরিবহনে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশী করে ১৩টি স্বর্ণের বার তাদেরকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারীরা হলেন, রাজবাড়ী জেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল ও একই জেলার হোগলাডাংগী গ্রামের মৃত: আব্দুল গনি মিজি’র ছেলে হোসেন মিজি। আটককৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। কুয়াকাটা নিউজের সকল খবর দেখতে আমাদের সাথেই থাকুন।।
যশোর ৪৯ ব্যাটেলিয়নের লেঃ কর্নেল সেলিম রেজা কুয়াকাটা নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুড়া মহাসড়কের বাহাদুরপুর বাজার নামক স্থানে বেনাপোলগামী ফেম পরিবহনে থাকা দুই যাত্রী’র দেহ তল্লাশী করে পায়ের স্যান্ডেলের ভিতর লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার সহ তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৩ কোটি সতের লক্ষ আশি হাজার টাকা।