রিপন সভাপতি, বিপু সম্পাদক: কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
প্রকাশিত : ২ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০২ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বরিবার রাত নয়টায় ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সম্মতিক্রমে জাহিদ রিপনকে সভাপতি ও ফরিদ উদ্দিন বিপুকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সহ-সভাপতি আসলাম শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুল হাসান রানা, সাংগাঠনিক সম্পাদক সৌমিত্র সুমন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফরাজী মো.ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল কবির মুরাদ, কার্য নির্বাহী সদস্য কবির তালুকদার, মিলন সরকার ও সাইফুল ইসলাম রয়েলকে নির্বাচিত করা হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব, কলাপড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ বিভন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।