বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নিরাপদ মানসস্মত পন্য শীর্ষক র্যালী
প্রকাশিত : ১৬ মার্চ ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নিরাপদ মানসস্মত পন্য শীর্ষক র্যালী করেছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। র্যালীর স্লোগান ছিল দ্রব্যমুল্যের উর্ধগতি রুখতে হবে, ভেজাল মুক্ত পন্য আমাদের দাবী, ভোক্তার অধিকার নিশ্চিত করুন করতে হবে।
১৫ মার্চ রোজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও নারায়নগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী করা হয়। নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদের সভাপতিত্বে, মোহাম্মদ নুর আলম আকন্দের সার্বিক পরিচালনায় উক্ত র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম এর পক্ষে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সফিউল আলম(ডিএসবি), ডিআইও ১ মোঃ কবিরুল ইসলাম ও ইন্সপেক্টর ইমরান।
এছাড়া উপস্থিতছিলেন, এড শাহানাজ জামান-আইন বিষয়ক সম্পাদক, একেএম সফিউল আলম-সহ সভাপতি, মোঃ স্বপন ভুয়া-সাংগঠনিক সম্পাদক, মোঃ ফিরোজ মিয়া-সমাজ কল্যান সম্পাদক, আমিনুল ইসলাম মানিক-ক্রীড়া সম্পাদক, আল আমিন নুর-সহ সাধারন সম্পাদক,মোঃ ইউসুফ আলী প্রধান- সহ সমাজ কল্যান সম্পাদক, হেলেনা খাতুন-দপ্তর সম্পাদক নারায়ণগঞ্জ জেলা, মোঃ মজিবুর রহমান সভাপতি, মোঃ মকসুদুর রহমান জাবেদ-সাধারন সম্পাদক, মোঃ ইয়াসিন হাসান-সাংগঠনিক সম্পাদক, ফারহান উদ্দিন শিশির-সহদপ্তর সম্পাদক, পারুল আক্তার-সদস্য, মোঃ সিরাজ মিয়া-সদস্য, নারায়ণগঞ্জ সদর থানা, মোঃ সামসুদ্দোহা জুয়েল-সভাপতি, মোঃ আবুল কালাম জুয়েল-সহদপ্তর সম্পাদক, বাবুল -সদস্য রুপগঞ্জ থানা, মোঃ আনোয়ার প্রধান-দপ্ত্র সম্পাদক ফাতুল্লা থানা।
সম্মানীত সদস্য হিসাবে উপ্সথিতছিলেন, ফেরদৌসি আক্তার রেহানা- চেয়ারম্যান সুলতান আহমেদ ফাউন্ডেশন, শাহীন আলম-স্টাফ রিপোর্টার সময়ের চিন্তা, সোনিয়া আক্তার ও কুমকুম-রুদ্রকন্ঠ পত্রিকা।