কলাপাড়ায় নদী দখল-দূষণ রোধ ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৪ মার্চ ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধসহ দুই তীরের ইটের ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় পৌর শহরের হেলিপোর্ট মাঠের নদী তীরবর্তী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী কর্মসূচীতে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন কবির, সিনিয়র সিটিজেন ও সমাজ উন্নয়ন সংগঠক প্রবীণ সাংবাদিক শামসুল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কলাপাড়া অঞ্চল শাখার সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, নারী নেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।
বক্তারা সকল নদী নাব্যতা রক্ষা ও সকল প্রকার ইট ভাটার দূষন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।