‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় বীমা দিবস পালিত
প্রকাশিত : ২ মার্চ ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বীমা অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা অংশ নেয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, উন্নত দেশ গড়তে ও জান-মালের নিরাপত্তায় সকলকে বীমা করার আহবান জানান।