যশোর মর্গে পরিচয়হীন বৃদ্ধা মহিলার লাশ,স্বজনদের খোঁজে হাসপাতাল কর্তৃপক্ষ
প্রকাশিত : ১৩ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত (৬০) বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার।
শুক্রবার(১৩মার্চ) রাতে যশোরে সড়ক দূর্ঘটনা জরুরী অজ্ঞাত বৃদ্ধা মহিলাকে যশোর মর্গে অজ্ঞাতনামায় আসে। বৃদ্ধার লাশটি যশোর মর্গে রাখা হয়েছে।
যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ বলেন, গত কাল রাতে রোড এক্সিডেন্টে তাকে যশোর মর্গে অজ্ঞাতনামায় ভর্তী করা হয়। যদি লাশের ওয়ারিশ পাওয়া যায়। ওয়ারিশ থাকে তাহলে যশোর কোতয়ালী মডেল থানা অথবা হাসপাতাল মর্গে যোগাযোগ করলে তারা লাশটি পাবে।
যশোর ২৫০ শয্যা হাসপতালের জরুরী বিভাগের ডাক্তার বলেন, গত কাল একটি লাশ আমার কাছে এসেছে। লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি এখনও পোস্টমর্টেম করা হয়নি। তাঁর পরনে জলপাই রঙের শাড়ি ও খয়েরি ব্লাউজ।