ঝিনাইদহ র্যাব-৬’র অভিযানে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী আটক
প্রকাশিত : ১৩ মার্চ ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী কোরবান আলীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোরবান আলী ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার আপিল হোসেনের ছেলে। ঝিনাইদহ র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি ব্যাপারীপাড়ার স্কুল ছাত্রী তানজিনা অনিকাকে বাসার সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।
অনেক খোজাখুজির পর না পেয়ে তানজিনার স্বজনরা গত ৮ মার্চ ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।