শেয়ারিং মিটিং ও লেসনস লার্ন শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশিত : ১ মার্চ ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০১ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় বুলবুলে নিখোঁজ ৭ জেলে পরিবারকে নিয়ে শেয়ারিং মিটিং ও লেসনস লার্ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস’র উদ্যোগে শনিবার বেলা ৩টায় অফিসার্স ক্লাবে এ মতামত সভা অনুষ্ঠিত হয়। আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ’র জোনাল ব্যবস্থাপক সাইদুর রহমান, এডিডি ইন্টারন্যাশনারের ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হক, এফএইচ’র প্রকল্প ব্যবস্থাপক গৌতম, নারী নেত্রী হাওয়া বেগমসহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীরা।

এ সময় উপজেলার লালুয়ার চান্দুপাড়া এলাকার নিখোজ জেলে পরিবারের সদস্য সুবিধাভোগী মাহফুজা, নাসরিন, জুলিয়া তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস’র উদ্যোগে ইতিপূর্বে প্রদান করা নানা সহযোগিতায় পরিজন নিয়ে বর্তমানে বেশ স্বাচ্ছন্দ্য জীবন যাপন করছি। প্রাপ্য ছাগল পালন করে খামার করতে সক্ষম হয়েছি।

আপনার মতামত লিখুন :