গলাচিপা থানা পুলিশ এর আয়োজনে ৭ই মার্চের কর্মসূচী পালন
প্রকাশিত : ১৩ মার্চ ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বাংলাদেশ পুলিশ পটুয়াখালীর গলাচিপা থানা আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকেল সাড়ে ৩ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের অনুষ্ঠানে এসআই মামুনের সঞ্চালনায় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওকত আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ , উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার বিভিন্ন পদস্থ পুলিশ সদস্য বৃন্দ, কমিনিউনিটি পুলিশ সদস্য বৃন্দ,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচারের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর গণভবন থেকে সরাসরি ভাষণ সম্প্রচার করা হয়।বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ববিষদভাবে তুলে ধরা হয়।পরে ৭ মার্চের উপরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।