জীবনের শেষ মুর্হুত পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি: এ্যাড. আবুল কালাম
প্রকাশিত : ১২ মার্চ ২০২১
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১২ মার্চ) বাদ মাগরিব কালিবাজারস্থ সাবেক সাংসদের নিজ বাসভবনে নেতাকর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটে জন্মদিন পালন করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জবাসী ও দলের নেতাকর্মীদের দোয়া ও ভালবাসায় মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ্যতা দান করেছেন। দেশের মানুষের সেবা করার জন্যই আল্লাহপাক আবারো আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন।
যতদিন বেচে থাকবো পুর্বের ন্যায় দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দলের নেতাকর্মীদের নিয়ে অধিকার আদায়ে রাজপথে থাকবো। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন জীবনের শেষ মুর্হুত পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু আল বেলাল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন লিয়ন, প্রচার সম্পাদক দুলাল হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার প্রমূখ।