চৌগাছায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃৃৃত্যু
প্রকাশিত : ১২ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর জেলার চৌগাছা উপজেলা নারায়নপুরে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে তিনি মারা যান।
রফিকুল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের মাওলা বক্সের ছেলে।
গ্রামের বাসিন্দা প্রভাষক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, রফিকুল বুধবার দুপুরে ধানক্ষেত দেখতে মাঠে যান। ক্ষেতের আইল দিয়ে হাঁটার সময় বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকরা জানান, তাকে বিষধর সাপে দংশন করেছে। উপজেলা শহরে সাপে কাটা রোগীর চিকিৎসা সুবিধা না থাকায় তাকে যশোরে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা যশোরে না নিয়ে কবিরাজের কাছে নেয়। কবিরাজের ঝাড়ফুকে ব্যর্থ হলে রোগীকে ফের চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যায়।
মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ বলেন, রোগীর স্বজনরা চরম অবহেলা করেছেন। রোগীকে যশোর জেনারেল হাসপাতালে না নিয়ে কবিরাজের কাছে নেওয়া হয়। রাত ৮টার দিকে যখন হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, ততক্ষণে সে মারা গেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।