কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন দুই যাত্রী নিহত
প্রকাশিত : ১২ মার্চ ২০২১
কুমিল্লায় যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে কমপক্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়ে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন আরও ১৭জন বাস যাত্রী। তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চাঁদপুর জেলার মতলবগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম গৌরিপুরে ইউটার্ন করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটিতে আগুন লেগে যায়। তাদের দাবি, এসময় আগুনে দগ্ধ হয়ে তিন যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৭ যাত্রীকে আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠায়। তবে কুমিল্লা হাইওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন দুই যাত্রী দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।