চরসৈয়দপুর ফজলুল উলুম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ১১ মার্চ ২০২১
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: সদর উপজেলার চরসৈয়দপুর ফজলুল উলুম আল ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ মার্চ) চর সৈয়দপুর মাদ্রাসার ময়দানে ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হয়।
মাহফিলে আলহাজ্ব আব্দুল মোতালেব মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।বিশেষ বক্তা হিসাবে নসিহত পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নিজামুল ইসলাম মুহাদ্দিস, চরমোনাই। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর।
মাহফিলে আরো ওয়াজ করেন স্থানীয় ওলামা কেরামগণ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সভাপতি ও দাতা সদস্য আবুল কাশেম মুন্সিও মাদ্রাসার উপদেষ্টা সদস্য আলহাজ্ব আবুল কালাম মুন্সি। সার্বিক সহযোগিতায় ছিলেন আরজ গুজারগোগনগর ইউনিয়ন মুজাহিদ কমিটি ও এলাকাবাসী। আরজগুজার অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।