দশমিনায় নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রকাশিত : ১ মার্চ ২০২০
দশমিনা প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা আলীপুরা সুতা বাড়িয়া নদীতে নিখোঁজের ৪দিন পরে রুপা নামের (৯) এক শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার ১০টার দিকে রুনুয়া নামস্থন ভাসতে দেখে স্থানীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত রুপা আলীপুর ইউনিয়ানের পূর্ব আলীপুর এলাকার শুধাংশ চন্দ্রের মেয়ে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পূর্বে ১১টায় সহপাঠীদের সাথে নিয়ে বাড়ির পাশে সুতা বাড়িয়া নদীর পূর্ব আলীপুর গ্রামে নদীতে গোসলে নামে। একে একে সবাই গোসল শেষে তীরে উঠলেও রুপা উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দললে খবর দিলে তারা নদীতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে গতকাল রোববার ১০টার দিকে রনুয়া এলাকায় আকাশের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এব্যপারে দশমিনা থানা ওসি এসএম জালাল উদ্দিন বলেন, উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা চলছে যাতে তারাতারি লাশ হস্তান্তর করতে পারি সেই ব্যবস্থা করবো।