গলাচিপায় ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত : ১১ মার্চ ২০২১
সজ্ঞিব দাস, গলাচিপা, পটুয়াখালী। পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। সভাটি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শওকত ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু,সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শুশীল সমাজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।সভায় নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।