কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত : ১০ মার্চ ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি এ মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান’র সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম বাবুলসহ আরো অনেকে। তিনদিন ব্যাপী এই মেলায় কারিতাস বাংলাদেশ প্রয়াস প্রকল্পের স্থানীয় প্রজাতির ২ শতাধিক বীজ নিয়ে অংশগ্রহন ছাড়াও বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে ১৫ টি স্টল মেলায় অংশগ্রহন করে। উপজেলা কৃষি সস্প্রাসরণ অধিদপ্তরের এ মেলার আয়োজন করে।