নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত : ৯ মার্চ ২০২১
নওগাঁ প্রতিনিধি: করোকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল 8মাচ সোমবার সকাল 10টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস কোভিট-19 স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনউপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন,সাবেক কমন্ডার মুক্তিযোদ্ধা সংসদ,আত্রাই, নওগাঁ আখতারুজ্জামান, উপজেলা আওযামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত্ দুরাল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রমানিক, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম,নারী নেতৃত্ব আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা সহ আত্রাইয়ে কমরত নারী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক।