গলাচিপায় নারী দিবসপালিত সজ্ঞিব দাস
প্রকাশিত : ৯ মার্চ ২০২১
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি: ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। “করোনা কালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতি পাদ্যের আলোকে গলাচিপায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এবং সহযোগিতায় পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট উদ্যেগে সোমবার বেলা ১১টায় নারী সমাবেশ ও নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু, অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়াম্যান সালমা ওয়াহিদ, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, গলাচিপা পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাঈনুদ্দিন আহম্মেদ, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম প্রমূখ।অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনা করেন মো. রউফুল আলম মিঠু স্বাস্থ্য সমন্বায়কারী (পিএইচ ডি) প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে বলেন পুরুষের পাশাপাশি নারীর ভ‚মিকা অপরিসীম, বিশ্বে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। নারীর সম অধিকার প্রতিষ্ঠায় নারীদেরকে সচেতন হয়ে কাজ করার আহ্বায়ন জানান।