কুয়াকাটায় ৭ই মার্চে জেলেদের নিয়ে নৌ-পুলিশের আনন্দ উদযাপন

প্রকাশিত : ৭ মার্চ ২০২১

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সমুদ্র উপকূলের জেলেদের নিয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে আনন্দ উদযাপন করা হয়েছে। ৭ই মার্চ রবিবার বিকেলে নৌ-পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেঁক কাটা হয়।

জেলেদের নিয়ে নৌ-পুলিশের এমন ব্যাতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথি বৃন্দ। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদ হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পুলিশ পটুয়াখালী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু, পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান, শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এছাড়া কুয়াকাটা পৌরসভা, পৌর আওয়ামী লীগ, ট্যুরিস্ট পুলিশ,মহিপুর থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক দিবসটি পালন করেছে।

 

আপনার মতামত লিখুন :