খাদ্য বিষক্রিয়ায় পায়রা বন্দরের ৫ নির্মান শ্রমিক হাসপাতালে
প্রকাশিত : ৫ মার্চ ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পায়রা সমুদ্র বন্দরের নির্মানাধীন জেটিতে কর্মরত পাঁচ নির্মান শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। এরা হলো আবদুর রহমান (৩০), মো.আশিক (২২),সবুজ (১৮) , রেজাউল (২৭) ও মো.ইমন (১৮)।
চিকিৎসাধীন অবস্থায় এরা বার বার বমি করছিল। খাদ্যে বিষক্রির্য়া কারনে তারা অসুস্থ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি দেয়া হয়েছে। তবে তারা এখন অনেকটা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে।
অসুস্থ্য শ্রমিকরা জানান, বুধবার কাজ শেষে রাতের খাবার খেয়ে তারা বিছানায় ঘুমাতে গেলে কিছু সময় পর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এতে তারা অসুস্থ্য হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।