বীর মুক্তিযোদ্ধা খেতাবে ভুষিত যোদ্ধাদের আমি স্যালুট জানায়: লিপি ওসমান

প্রকাশিত : ৩ মার্চ ২০২১

মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান বলেন বীর মুক্তিযোদ্ধা খেতাবে ভুষিত যোদ্ধাদের আমি স্যালুট জানায়।তাদের সম্মাননা করব এ যোগ্যতা আমার মনে হয় রাখি না।এলাকাবাসী আমাকে যে সম্মান ও ভালবাসায় দেখিয়েছে আমি সিক্ত। গতকাল সদর উপজেলার গোগনগর তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে বি এম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান)আয়োজিত কোরআন তেলোয়াত,আযান,হাম,নাত, গজল প্রতিযোগিতায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্হার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সহধর্মিনী লিপি ওসমান তার বক্তব্য এ কথা বলেন।মঙ্গলবার ২ মার্চ বিকালে গোগনগর ৮নং সরকরি প্রাথমিক বিদ্যালয় ও বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান নিজবাড়ি দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু।

বি এম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহমেদ মন্ডল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লিপি ওসমান চেয়ারম্যান নাঃগঞ্জ জেলা মহিলা সংস্হা। দিনব্যাপী অনুষ্ঠান সূচীমধ্য ছিল সকালে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন,গোগনগর ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনাপ্রদান , কোরআন তেলোয়াত,আযান, হাম,নাত,গজল ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার প্রদান,বাদ মাগরিব জাতীয় ফুটবলার সালাহউদ্দিন স্মরণে মিনি ডিগবল টুনামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরনী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, গোগনগর ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধারা, সদর থানা আঃলীগের সাধারণ সম্পাদক মোঃউল্মাহ আল মামুন,১৭ নংওয়ার্ডের কাউন্সিলর আ্ব্দুল করিম বাবু,সাবেক ছাএলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক তওাবধায়নে ছিলেন শিকার স্মৃতি সংসদ ও মুক্তিযোদ্ধা প্রবাসী সন্তান কমান্ড।শুভেচ্ছান্তে ছিলেন বি এম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ডাঃ মোস্তাফিজুর রহমান সুমন,প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সোহাগ,প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা,যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব হাসান রনি,সিনিয়র সহ সভাপতি মাসুদ হোসেন রানা,সহ সভাপতি আবু সাঈদ শিপলু,প্রচার কামরুল হাসান পারভেজ, সহ-প্রচার সেলিম রেজা,সদস্য ইমরান হাসান, মেহেদী হাসান।

আপনার মতামত লিখুন :