শহীদ সেনা অফিসারদের সম্মানে পুষ্পমাল্য অর্পন
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১
জাতীয় পার্টি (কাজী জাফর)-এর পক্ষ থেকে পিলখানা হত্যাকান্ডের এক যুগ পূর্তিতে আজ সকাল ১০.০০ টায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকনের নেতৃত্বে বনানী সেনা কবরস্থানে শহীদ সেনা অফিসারদের উদ্দেশ্যে পূষ্পমাল্য অর্পন করা হয়েছে।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহবায়ক হান্নান আহম্মদ খান বাবলু, পার্টির যুগ্ম সহাসচিব কাজী মো: নজরুল, মহসীন সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সদস্য সচিব গাজী ওমর ফারুক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা যুগ্ম-প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাতীয় যুব সংহতির সদস্য সচিব নিজাম উদ্দীন সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
পূষ্পমাল্য অর্পন শেষে বীর শহীদ সেনা কর্মকর্তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কবর জিয়ারত শেষে সেনা কর্মকর্তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।