কুয়াকাটায় ১৬ মণ জাটকা ইলিশ জব্দ
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ১৬ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বৃহস্পতিবার বেলা বারোটায় গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ। এসব জাটকা পরিবহন যোগে দেশের বিভিন্ন স্থানে বিপননের জন্য আনা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানান।
জব্দকৃত জাটকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডলের নির্দেশক্রমে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম মহাসিন, কুয়কাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন মোল্লা ও এ.এসআই কামরুল ইসলাম।
কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান, এসব জাটকা ইলিশ পরিবহন যোগে দেশের বিভিন্ন এলাকায় পাচারকালে জব্দ করা হয়। নৌ-পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।