মৌলভীবাজার জেলা তথ্য অফিসারকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তারকে “দৈনিক মৌমাছি কন্ঠ”ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে গত ২৩ ফেব্রæয়ারী রাত ৮টায়। অনুষ্টানের শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক মৌমাছি কন্ঠ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।
আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন, জেলা মাদক নিয়ন্ত্রন ্অফিসের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম,মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন নিউজ ও এটিএন বাংলা টিভি জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মহসিন পারভেজ, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার২৪ ডটকম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালকুদার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফয়ছল মনসুর চৌধুরী, এন টিভি ইউরোপ ও দৈনিক গনকন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মো: সাকের আহমদ, স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ কর, শিপন আহমদ, অফিস সহকারী মুন্না আহমেদ প্রমূখ। উল্লেখ্য যে ,দীর্ঘ দুই বছর জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করার পর তাকে সদ্য সুনামগঞ্জ বদলি করা হয়েছে।