মতলবে নৌকা মার্কায় ভোট চাইলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ: মো: মাইনুল হোসেন খান নিখিল
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১
আসন্ন ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জনাব আলহাজ¦ মোঃ আওলাদ হোসেন লিটন এর পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মাইনুল হোসেন খান নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন-নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। মতলব পৌরবাসীর উন্নয়নের জন্য আগামী ২৮ তারিখ নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জনাব আলহাজ¦ মো: আওলাদ হোসেন লিটনকে জয়যুক্ত করে জনসেবা করার সুযোগ দিবেন।
তিনি আরও বলেন-সারা বিশ^ যখন করোনা মহামারিতে জর্জরিত, যেখানে অনেক ধনি ও শক্তিশালী দেশ করোনার টিকার ব্যবস্থা করতে পারছেনা সেখানে বঙ্গবন্ধুকন্যা মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ১০ কোটি ডোজ টিকার সুব্যবস্থা করেছেন। এজন্য মতলব পৌরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, জসিম মাতুব্বর, এম শাহাদাত হোসেন তসলিম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয়, মহানগর, চাঁদপুর জেলা, থানার সর্বস্তরের নেতৃবৃন্দ।