নাসিরের আরো অনেক তামিমা আছে সেই প্রেমিকা সুবাহ (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১

সম্প্রতি তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেছেন আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় এ জুটি। তবে আলোচনা সমালোচনায় রূপ নিতে বেশিক্ষণ লাগেনি। বিয়ের আমেজ থাকতে থাকতেই জানা গেলে, আগের স্বামীর রাকিবকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। নাসির-তামিমার আলোচনা-সমালোচনার আঁচ পৌঁছে যায় নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ কাছেও। অতিষ্ঠ হয়ে নিজের ফেসবুকে লাইভ করেছেন সুবাহ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) লাইভে তামিমাকে তুলোধুনো করেছেন সুবাহ।

লাইভে এসে হুমায়রা সুবাহ বলেন, ‘যখনই নাসির-তামিমার কথা আসছে তখনই আমার নামটি আসছে কেন? আমার তো ফ্যামিলি আছে। আমার তো স্ট্যাটাস আছে।’ তিনি আরো বলেন, তামিমা আমার ফেসবুকে ছিল। নাসিরের সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল সেটাও আমি জানতাম। আমি নাসিরকে ওর কথা জিজ্ঞেস করলেই নাসির বলত, ও আমার জাস্ট ফ্রেন্ড। আর কিচ্ছু না।

তিনি আরো বলেন, শুধু তামিমা না, নাসিরের আরো অনেক এ রকম তামিমা আছে- যাদের সঙ্গে নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। তামিমাকে নিয়ে সুবাহ বলেন, আট বছরের একটা মেয়েকে ফেলে এসে ভালোবাসা দেখাতে গিয়ে টাকার জন্য নাসিরকে বিয়ে করেছে। এটা তার ভালোবাসা না। যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তায় ফেলে টাকার জন্য আরেকজনকে বিয়ে করতে পারে সে কখনো কারো হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না।

তিনি আরো বলেন, নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে।

দেখুন হুমায়রা সুবাহ লাইভ-

https://www.facebook.com/subahHumyra/videos/2853262918250112

আপনার মতামত লিখুন :