ঝিনাইদহে নিরাপদ সড়ক ও সড়ক সংস্কার’র দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: নিরাপদ সড়ক ও সড়ক সংস্কার এর দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিশচা)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজব্হা উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, নিরাপদ সড়ক চাই (নিশচা) কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান, নিসচার আহবায়ক মিশন আলী, তানজির রহমান তকীসহ অন্যান্যরা।

নিশচার আহ্বায়ক শিপলু জামান বলেন, খুলনা-কুষ্টিয়া মহসড়কে গড়াই, রুপসাসহ অন্যান্য পরিবহনের অতিরিক্ত গতির কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচলকারী গাড়ির গতিবিধি কমাতে হবে। এছাড়াও ফিটনেস বিহীনগাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিনচাকার অবৈধ যানবাহন বন্ধ করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

আপনার মতামত লিখুন :