বরগুনার পাথরঘাটায় জেলের বরশিতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের পাঙ্গাস
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে এক জেলের বরশিতে ৩২ কেজি ওজনের পাঙ্গাস মাছ ধরা পড়েছে। সোমবার ভোরে পদ্মা গ্রামের কবির নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে। ইউনুচ নামের এক মাছ ব্যবসায়ী মাছটি পাইকারিতে কিনে পাথরঘাটা বাজারে প্রায় ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন।
ইউনুচ মিয়া বলেন, কবির মিয়া বলেশ্বর নদীতে বরশি দিয়ে নিয়মিত মাছ ধরেন। রাত ৪টার দিকে নদীতে বরশি ফেলে তিনি বাড়ি চলে আসেন। পরে ভোর ৬টার দিকে গিয়ে দেখতে পান, বরশিতে মাছটি আটকে আছে। পাঙ্গাসটির দাম ধরা হয়েছে ২৯ হাজার টাকা। মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন বাজারে।