মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত : আটক- ২, ওসিসহ আহত-৫

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত বুলু মিয়া (৪০) বাড়ি সিলেটের ওসমানী নগর এলাকায়। এ সময় ডাকাতদের হামলায় থানার অফিসার ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘঠনাস্থল থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার, দেশিয় দুটি আগ্নেয়াস্ত্র ও একটি সিএনজি অটোরিকশাসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।

 

আর আটকৃতরা হলেন- সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) ও মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮)। এই ঘটনায় আহত হয়েছেন. মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয় পাল, নিরুপম পাল ও সুরঞ্জিত রায়।

ঘটনাটি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, নাজিরাবাদ এলাকার আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে সিএনজি চালিত অটোরিকশায় পালানোর সময় পুলিশ তাদের পিছু নেয়। এ সময় তারা কাগাবালা ইউনিয়নের বোরোতলা একালায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।

আপনার মতামত লিখুন :