করোনার ভ্যাকসিন নিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১
মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান রাজ করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
ভ্যাকসিন গ্রহণ শেষে এম এ রাজ্জাক খান রাজ বলেন, “ভ্যাকসিন নিয়ে সবার মধ্যে একটি একটি আশঙ্কা কাজ করেছিল, তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমি ভ্যাকসিন নিয়েছি এবং আলহামদুলিল্লাহ্ আমি সুস্থ আছি এবং সবাই যেন নির্দ্বিধায় ভ্যাকসিন গ্রহণ করেন সেজন্য সবাইকে আহবান জানাচ্ছি।
আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে কারণ উনার দূরদর্শিতা ছাড়া এটা সম্ভব ছিল না।”